ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দিনাজপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দিনাজপুর সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ১ হাজার ১১৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শতবর্ষী সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে তাদের নিজস্ব প্রাঙ্গণে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত দিনাজপুর সদর উপজেলার ১ হাজার ১১৫ জন মেধাবী শিক্ষার্থীকে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়। সব শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সংবর্ধনা কমিটির আহ্বায়ক সহিদুর রহমান পাটোয়ারি মোহন ও সদস্য সচিব আতিকুর রহমান নিউ এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফসানা নওরিন, দিনাজপুর জিলা স্কুলের আকিফ রহমান, সেন্ট ফিলিপস স্কুল কলেজের মো. আবির হোসেন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মো. নাফিস ফুয়াদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক হারুন উর রশিদ। প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আজকের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তারাই হবে স্মার্ট বাংলাদেশের গর্বিত কারিগর। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ঘরে বসেই অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এখন ঘরে বসেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই পাওয়া যায়। আগে বিভিন্ন দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফরম ফিলাপসহ আনুষঙ্গিক কর্মকাণ্ডের জন্য সময়, অর্থ ও পরিশ্রম করতে হতো। এখন আর সেই দুর্ভোগ ও কষ্ট কোনো শিক্ষার্থীকেই পোহাতে হয় না। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা দেশের তথ্যপ্রযুক্তির যে উন্নয়নকে হাতের মুঠোয় এনেছি, আগামী ২০৪১ সালের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে রোবটিক জেনারেশন তৈরিতে শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করেই আমাদের এগুতে হবে। হুইপ ইকবালুর রহিম মেধাবী শিক্ষার্থীদের তাদের সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত