অভয়নগরে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলা বসুন্ধরা শুভসংঘ শাখার আয়োজনে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ব্রাদার্স ট্রেডিংয়ের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে নওয়াপাড়া বাজার খেয়াঘাট এলাকায় ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় ১৫ কেজি (প্রায় ১১০০ পিস) বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও ব্রাদার্স ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নাঈমুল হাসান জনি, উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, সদস্য ডিআর আনিস, আমেরিকা প্রবাসী অভয়নগর সোসাইটির সভাপতি মাহমুদুল কবির, সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রিদুয়ান কবির, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি আজগর আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সদস্য নাজমুস সাকিব, হাসান মাসুদ উৎসসহ শুভসংঘের বন্ধুরা। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, এক সময় সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হতো। পরবর্তীতে তা বিভিন্ন সমবায় প্রকল্পের জলাশয়ে অবমুক্ত করা শুরু হয়। বসুন্ধরা শুভসংঘ উন্মুক্ত জলাশয় হিসেবে ভৈরব নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। শুভসংঘের এমন মহতী উদ্যোগ প্রশংসার দাবিদার। শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা মাসুদ তাজ বলেন, দখল-দূষণে ধীরে ধীরে নদ-নদী ও জলাশয় কমতে শুরু করেছে। ফলে দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি বাড়ছে। বিলুপ্তি রোধে শুভসংঘ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত রাখবে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখা।