ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের বিক্ষোভ

চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের বিক্ষোভ

চার দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও পরীক্ষা বর্জন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার ম্যাটস্ ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ চার দফা দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মালাকার। তিনি বলেন, কিছু দিন আগে অ্যালাইড নামে একটি বোর্ড গঠন করা হয়েছে, যার কারিকুলামে বলা হয়েছে যে, আমাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের মেডিকেল শিক্ষার একদমই অসংহতিপূর্ণ। ‘আমাদের চার দফা দাবি হচ্ছে- ইন্টার্নশিপ বহালসহ অসংহতিপূর্ণ কোর্সে কারিকুলাম সংশোধন করা, ২০০৯-এর চুক্তি মতে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেয়া ও বঙ্গবন্ধু প্রথম শতবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ করে দেয়া।’ এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আতিক খান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমরান এ রউফ রাতুল, মৌলভীবাজার ম্যাটসের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ, ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস্ মৌলভীবাজারের আবু সাঈদ আল মাসুদ, মৌলভীবাজার ম্যাটসের সদস্য ফাইজা তাবাসুম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত