ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কচ্ছপ নিয়ে সাংবাদিক কর্মশালা

কচ্ছপ নিয়ে সাংবাদিক কর্মশালা

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশের কচ্ছপ ও কাছিম পরিচিতি এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনবিষয়ক প্রতিবেদন লেখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। ‘বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস’ প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জোবায়ের হোসাইন। ডাব্লিউসিএস বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মশালা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত