গরমে শরবতের কদর বেড়েছে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর (হবিগঞ্জ)

সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপদাহ। এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহ্য গরমে পথচারী তৃষ্ণা মেটাতে ছুটে চলেছেন ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকানে। বাজারে লেবু, বরফ মিশ্রিত পানি, আখের রস ও বিভিন্ন উপাদানের শরবতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা। গরমে অতীষ্ঠ পথচারী এসব দোকানে শরবত পান করে তৃষ্ণা মেটায়। শরবত বিক্রেতাদের কথা বলে জানা গেছে, লেবু, ট্যাং, বিট লবণ, বরফ মিশ্রিত পানির শরমত বিক্রি হচ্ছে ১০ টাকায়। শুধু লেবুর রস বিট লবণ আর ঠান্ডা পানির একগ্লাস শরবত বিক্রি হচ্ছে ৫ টাকায়। উপজেলার তেলিয়াপাড়া বাজার, চৌমুহনী বাজার, নোয়াপাড়া বাজার, জগদীশপুর বাজার, ছাতিয়াইন বাজার, মাধবপুর পৌর বাসস্ট্যান্ড থানা রোডসহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়, ভ্রাম্যমাণ লেবু শরবতের দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেদারছে বিক্রি হচ্ছে এসব লেবুর শরবত। রাজমিস্ত্রী নানু মিয়া জানান, এই গরমে কাজ করলে অনেক পিপাসা পায়। তাই লেবুর শরবত পান করতে শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসেছি। এইখানে প্রতিদিন লেবুর শরবত পাওয়া যায়। শরবত বিক্রেতা মোহিত মিয়া বলেন, গত কয়েকদিন ধরে গরম বৃদ্ধি পাওয়ায় লেবুর শরবতের চাহিদা বেড়েছে। আগে দিনে বিক্রি হতো ৫০০ থেকে ৭০০ টাকা। এখন তীব্র গরম বাড়ায় প্রতিদিন ১ হাজার থেকে ১২০০ টাকা শরবত বিক্রি হচ্ছে।