ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নদীতে মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

নদীতে মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

বড় ফেনী নদীতে জেলেদের জালে মিলছে না ইলিশ। কোটি টাকা বিনিয়োগ করে এখন হতাশায় ভুগছেন জেলেরা। অনেকেই পেশা বদলের চিন্তা করছেন। ঘাট থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি নৌকা নিয়ে তারা বড় ফেনী নদী হয়ে মোহনায় জাল ফেলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা জানান, নৌকাপ্রতি তারা গড়ে ১০ থেকে ১৫টি ইলিশ পাচ্ছেন। সেখানে জেলের খরচ তুলতে প্রতি কেজি মাছের দাম পড়ছে ৮০০ থেকে ১ হাজার টাকা। পরবর্তীতে সে মাছের দামও হয়ে যায় দ্বিগুণ। জানা যায়, জেলেদের জালে ধরাপড়া বেশিরভাগ ইলিশের ওজন প্রায় ১ কেজির বেশি। জেলেদের অভিযোগ, নদীতে বাহিরাগত জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে মাছের প্রজনন নষ্ট হওয়ার পাশাপাশি কিনারে মাছ আসতে পারছে না। সোনাগাজী সদর ইউপি সদস্য ও নৌকার মালিক ছুট্টু মহাজন বলেন, একসময় জেলেরা জলদস্যু আর সন্ত্রাসীদের চাঁদা দিয়ে ইলিশ ধরতে হতো। এখন সেটা বন্ধ হলেও একটি শক্তিশালী সিন্ডিকেটের কাছে জেলেরা হেরে যাচ্ছেন। বড় ফেনী নদীর মোহনায় ইলিশের অভারণ্যে বহিরাগত জেলেদের কারেন্টজালের ব্যবহার ও তাদের দাপটের কাছে সোনাগাজীর স্থানীয় জেলারা অনেকটা অসহায় হয়ে পড়েছে। ৫০ থেকে ৬০টি নৌকার মালিক জেলেদের অগ্রিম দাদন দিয়ে ইলিশ ধরার জন্য এনেছেন। নৌকা, জাল ও দাদনে প্রায় কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন ভরা মৌসুমেও জেলেরা ইলিশ পাচ্ছেন না। উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, সোনাগাজীতে ইলিশ ধরা জেলের সংখ্যা ২৫০ জন। গত বছরে এ নদীতে ইলিশ ধরা পড়েছে ২৭২ টন। জেলেদের উন্নয়নের জন্য সাসটেইনেবল মেরিন অ্যান্ড কোস্টাল ফিসারিজ প্রজেক্টের আওতায় নেয়া নানা পদক্ষেপের মধ্যে ফিসলেন্ডিং সেন্টার স্থাপনে ১০ লাখ টাকা বরাদ্দ থাকলেও ৫ শতাংশ খাস জায়গা না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করতে পারছে না মৎস্য বিভাগ। এখানে ১০টি সমিতি গঠন করা হয়েছে প্রতিটিতে ১০০ জন সদস্য আছে। যেখানে প্রতিটি সমিতির জন্য ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যে বরাদ্দ এসডিএফ সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্মকর্তার মাধ্যমে জেলেদের বিনা সুদে ঋণ দিয়ে তাদের উন্নয়নে কাজে লাগাতে হবে। বিক্রি না করার শর্তে ২৫০ জন জেলেকে গবাদি বাছুর দেয়া হয়েছে। এছাড়াও জেলেদের পরিবারের সদস্যদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৩টি বিষয় সেলাই, পাইপ ফিটিংস ও ইলেকট্রিক এ ৭০ জন করে ৩ ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত