কেশবপুরে উদ্বোধনের পরেই বন্ধ সড়ক সংস্কার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মশিয়ার রহমান, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে উদ্বোধনের পরেই তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ। ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতে ২ শতাধিক দিনমজুর, ভ্যান চালকসহ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এনিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কেশবপুর সাগরদাঁড়ি সড়কের মজিদপুর গ্রামের মশিয়ার রহমানের দোকান থেকে দাসপাড়ার নগেন দাসের বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার একটি ইটের সোলিং সড়ক রয়েছে। মজিদপুর দাসপাড়ায় ৩ শতাধিক পরিবার বসবাস করলেও সড়কটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। প্রতিদিন দুই শতাধিক ভ্যানচালকসহ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এছাড়া, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য আনা-নেয়ায়ও সড়কটি ব্যবহার হয়ে থাকে। প্রায় ৩ যুগ সংস্কার না হওয়ায় সড়কে অসংখ্য খানাখন্দের কারণে চলাচলে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হতো। গত ২০২২-২৩ অর্থবছরে সরকারের এডিবির অর্থায়নে সড়কটির মশিয়ারের দোকান হতে দাসপাড়া সার্বজনীন গোবিন্দ মন্দির পর্যন্ত হ্যারিংবোনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সংস্কার কাজ সম্পন্নের জন্য কাজটি পান ভাই ভাই ইঞ্জিনিয়ারং ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর। তার কাছ থেকে কাজটি কিনে নেয় মনিরামপুরের সাব ঠিকাদার বিল্লাল হোসেন। তিনি গত ১৪ আগস্ট স্কাভেটর মেশিন দিয়ে গভীর করে সড়কটি খুঁড়ে রেখে যান। এরপর ৩ সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও সড়কটি আর সংস্কার করা হয়নি। এলাকার গোপাল দাস বলেন, সড়কের কাজ শুরুর ২ দিন পর ১৭ আগস্ট আওয়ামী লীগ নেতা মনোজ কুমার তরফদার স্থানীয় মেম্বার মহিউদ্দীন বুলবুলকে সঙ্গে নিয়ে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। এরপর থেকেই সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। তিনি দ্রুত সড়কটির কাজ শেষ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর দৃষ্টি কামনা করেছেন।