রক্তসৈনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১২টি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের নাগপাড়া মহল্লাস্থ ‘আনন্দ ধাম’ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদি হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের-এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমীন রাজু, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার উপদেষ্টা ডা. মোবারক হোসেন, উপদেষ্টা কবি ও সাংবাদিক রফিক মজিদ, উপদেষ্টা মো. শামীম হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সিহাব আহমেদ, পৌর আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব রকিবুল ইসলাম অন্তর, বিজয়, ইমান আলী, তানকিন হাসান তুহিন, কাব্য, জুয়েল আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের রক্তসৈনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।