ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালের ছাদে ঔষধি গাছের বাগান

হাসপাতালের ছাদে ঔষধি গাছের বাগান

রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁওয়েও বৃদ্ধি পাচ্ছে ছাদবাগান। সাধারণত নিজেদের বাড়ির ছাদে শখের এই বাগান তৈরি করে মানুষ। এবার দেখা গেল ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ছাদে শোভা পেয়েছে বিভিন্ন প্রকার ফলজ ও ভেষজের শতাধিক গাছ। আর এসব গাছ সম্পর্কে জানতে ও দেখতে ভিড় করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এতে ঔষধি গাছ সম্পর্কে জেনে উপকৃত হচ্ছেন তারা। দেখা যায়, হাসপাতালটির পুরাতন ভবনে আনুমানিক আড়াই হাজার ফিটের ছাদজুড়ে অ্যালোভেরা, পাথরকুচি, উলটকম্বল, অন্তমূল, মিল্কবুশ, নিশিন্দাসহ প্রায় ৪০ প্রজাতির ভেষজ লাগানো হয়েছে। এছাড়া আপেল, কমলা, মাল্টা, পেয়ারা, আম, জাম, আমরাসহ ফলজ মিলে মোট শতাধিক গাছ লাগানো হয়েছে। ফলের গাছগুলো রোপণের বছর না যেতেই কিছু কিছু গাছে ফলও ধরেছে। সদর উপজেলার রুহিয়ার অরুপ কুমার সেন বলেন, হাসপাতালের ছাদে এমন বাগান করায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারণ, ঔষধি গাছ সম্পর্কে আমাদের সবার জানা উচিত। ভবিষ্যতে আমিও বাড়িতে ফলজ ও ভেষজ গাছ রোপণ করার চেষ্টা করব। হাসপাতালের ন্যাচারাল মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. জি.পি সাহা বলেন, সরকারের নিদের্শনায় স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্ধকৃত অর্থায়নে করা হয়েছে এই বাগান। সরকার যদি অন্যান্য জায়গায়ও বড় পরিসরে এমন ঔষধি বাগান করে তাহলে একদিকে ঔষুধের চাহিদা পূরণের পাশাপাশি মানুষও উপকৃত হবেন বলে মনে করেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ছাদবাগানের সংখ্যা ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাসাবাড়িতে তো বাগান করা হচ্ছেই, তার পরও এখন হাসপাতালসহ বিভিন্ন দপ্তরের ভবনের ছাদে বাগান করা হচ্ছে। যারা ছাদবাগান করছেন, তাদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত