ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে রডের পরিবর্তে সুপারি গাছের স্ল্যাব!

কাউখালীতে রডের পরিবর্তে সুপারি গাছের স্ল্যাব!

কাউখালীতে এলজিআরইডির ব্রিজের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে সুপারি গাছ ব্যবহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। জানা গেছে, গোসনতারা গ্রামের নূরুল ইসলাম শরিফের বাড়ির সামনে কাঁঠালিয়া খালের উপর নির্মিত লোহার স্ল্যাব ব্রিজ মেরামতের কাজ করা হয়। ওই ব্রিজটি পানির চাপে কয়েক বছর আগে হেলে গিয়ে অধিকাংশ স্লাব ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে উপজেলা পরিষদ থেকে এডিবির বরাদ্দ থেকে ২০২১-২২ অর্থবছরে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। গত বুধবার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ব্রিজের ২০ থেকে ২৫টি স্ল্যাব ভেঙে গেছে। ওই ভাঙ্গা স্লাবগুলোতে রডের পরিবর্তে ৫টি করে সুপারি গাছের চেরা (স্থানীয় লোকজন যাকে সুপারির ডাব বলেন) দিয়ে তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীন এডিপির আওতায় কাউখালী সদর ইউনিয়নে একটি প্যাকেজে ৬টি উন্নয়ন কাজের দ্বিতীয় নাম্বার ওই ব্রিজ মেরামত কাজ ছিল। মেসার্স হালিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লাভলু খান ওই ব্রিজ মেরামত কাজ কার্যাদেশ মোতাবেক ২০২২ সালের ২০ জুন বাস্তবায়ন করেন। সরেজমিন গেলে এলাকার বাসিন্দা নুরুল ইসলাম শরীফ, স্থানীয় ইউপি সদস্য আজম খানসহ উপস্থিত এলাকাবাসী জানান, ঠিকাদার অন্য জায়গায় স্ল্যাব তৈরি করে এখানে শুধু এসে ব্রিজে স্থাপন করেছেন। গত বুধবার দুটি স্ল্যাব ভেঙে পড়লে রডের পরিবর্তে সুপারি গাছ দেখে এলাকাবাসী অবাক। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও সরেজমিন তা পরিদর্শন করেন। এ ব্যাপারে ঠিকাদার লাভলু খানের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, ঢাকায় প্রশিক্ষণে আছেন এ ধরনের ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, আপনার মাধ্যমে খবর পেয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদেয় ও আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা চেযারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন, ইউএনওকে নিয়ে ঘটনাস্থল দেখে তাৎক্ষণিক সভা করেছি এবং প্রকৌশলীকে আগামী ৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি এলাকার সংসদ সদস্য মহোদয়কে, এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হইছে এ দুর্নীতি কোনো অবস্থায় ছাড় দেওয়া যায় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত