ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় ২১ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

ভাণ্ডারিয়ায় ২১ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. রুপোশ খন্দকার (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি। নিখোঁজ ওই স্কুলছাত্র উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের কৃষক মিলন খন্দকারের ছেলে। সে স্থানীয় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে। এ ঘটনায় ভুক্তভুগী স্কুলছাত্রের পরিবারে চরম হতাশা বিরাজ করছে। এ ঘটনায় নিখোঁজ ওই স্কুলছাত্রের বাবা মিলন খন্দকার গত ২৩ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ১০৯২। নিখোঁজ ওই স্কুলছাত্রের গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল ছাপার লুঙ্গি গায়ে ছাই রঙের শার্ট। রুপোশের বাবা মিলন খন্দকার জানান, গত ১৮ আগস্ট সকালে দুই ছেলে রুপোশ খন্দকার ও রুপান্তরকে বাড়িতে রেখে তাদের প্রসূতি মাকে ভাণ্ডারিয়া শহরের ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন। তিনি স্ত্রীকে ক্লিনিকে রেখে বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে জরুরি কাজে ফেরেন। বাড়িতে এসে তিনি তার বড় ছেলেকে পাননি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের পাঁচ দিন পরে থানায় সাধারণ ডায়েরি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান খান বলেন, রুপোশ বাড়ি থেকে নিখোঁজের বিষয়ে আমরা কিছু জানি না। সে ছাত্র হিসেবে ভালো। সে নিয়মিত বিদ্যালয়ে আসতো। রুপোশের সহপাঠী সজিব কাজী বলে, গতকাল শুক্রবার বিকালে আমি আমার বাড়ির সামনে খেলতে দেখেছি। অপর সহপাঠী নিয়াজ মাহামুদ বলে, রুপোশ প্রায়ই বলত আমি ঢাকায় গিয়ে গান শিখব। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান বলেন, নিখোঁজ ওই স্কুলছাত্রের বাবা ছেলে নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত