ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’- এ প্রতিপাদ্য নিয়ে গতকাল দেশব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বীরগঞ্জ ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দিনাজপুরের আয়োজনে সানফ্লাওয়ার, বীরগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সব কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শক্ষার্থীরা, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ আরো অনেকে।

বগুড়া : সাক্ষরতার প্রসার করব, স্মার্ট বাংলাদেশ গড়ব এ স্লোগানে মুখরিত হয়ে গতকাল শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসন আয়োজিত ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন।

শ্রীবরদী (শেরপুর): গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে সবাইএক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম, পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মধু সুদন রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু, সাংবাদিক মো. অহিদ সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত