ছোট যমুনা নদী দূষণমুক্ত করার কার্যক্রম

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে দূষণমুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নওগাঁ পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এই কার্যক্রম হাতে নিয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহারি কলোনি মহল্লায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। নওগাঁ সোশ্যাল ইনোভেশন টিম, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হক রাজন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কাযেস উদ্দিন, সোশ্যাল ইনোভেশন টিমের সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, টিমের অন্যতম সদস্য এসএম শামসুল হক, চন্দন দেব, রিজভীসহ সদস্যরা অংশগ্রহণ করেন। নদীর বিভিন্ন স্থানে স্তূপাকারে জমাকৃত ময়লা-আবর্জনা পৌরসভার গাড়িতে করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।