গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দিকে উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার বকুল (৪৩) মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের স্ত্রী।

তিনি তিন সন্তানের জননী। নিহতের মেয়ের জামাতা, যুবলীগ নেতা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় গৃহবধূ বকুল বসতঘর থেকে বারান্দায় গেলেই বিষাক্ত সাপে কামড় দেয়।

পরে স্বজনরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। ঝাড় ফুকের মাধ্যমে উন্নতি না হওয়ার রাত অনুমান সাড়ে ১১টায় দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে রাতেই বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে অবস্থায় অবনতি হলে গতকাল সকাল ৮টার দিকে গৃহবধূকে পুনরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।