গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুকন্যা মালেহা মুসকান জায়রা জেলার মিঠামইন উপজেলার মুরাদ ভূঁইয়ার মেয়ে। তারা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকার থাকতেন। শিশুটির মামা আফফান জানান, রাতের ট্রেনে বাবা-মায়ের সঙ্গে জায়রার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। নানা বাড়ি রেল স্টেশনের কাছে হওয়ায় তারা শুক্রবার সন্ধ্যায় শহরের বয়লা এলাকার নানার বাসায় চলে আসেন। তখন পেয়ারা খাওয়ার সময় জায়রার গলায় পেয়ারা আটকে যায়। পরে পরিবারের লোকজন পেয়ারার টুকরো গলা থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও শহরের একটি ক্লিনিক নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শিশু জায়রার মৃত্যু হয়। শিশু জায়রা বাবা-মায়ের প্রথম সন্তান। জায়রার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।