নাটোরে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে চানাচুর বিক্রির ড্রামে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে করেছে র্যাব-৫। গতকাল শনিবার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে মো. জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) এবং ঈশ্বরপাড়া (পূর্বপাড়া) গ্রামের সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে মো. আলমগীর প্রামাণিক (৪৫)। র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরল হুদার নেতৃত্বে নাটোর জেলার লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে একটি মাদক অভিযান চালানো হয়। এ সময় চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মো. জুমাত ঘোষকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুসায়ী অভিযান চালিয়ে মো. আলমগীর প্রামাণিককে গ্রেপ্তার করে র্যাব।

গ্রেপ্তার দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছে। জব্দকৃত গাঁজা বিক্রির জন্য অবৈধভাবে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন তারা। তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।