ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়াতে গতকাল শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (মেয়েদের) ফাইনাল খেলায় উপজেলার নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ০১-০০ গোলে উপজেলার নীলাম্বরখিলা সরকারি প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের (ছেলেদের) ফাইনাল খেলায় উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে উপজেলার নীলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতি. দায়িত্ব) আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার-ইন চার্জ আলী হোসেন পিপিএম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাণ্ডকর্মী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়ামোদিরা। উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার মোট ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে একটি করে মোট বিজয়ী ১৪টি দল উপজেলা পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত