ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টায় ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট বিদ্যালয়ের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. জহিরুল আলম।

অনুষ্ঠানে মেয়েদের ফুটবল খেলার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। এতে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে ওঠে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৫০তম ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে। সব ইভেন্ট শেষে আগামী ১৩ সেপ্টেম্বর পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত