সিলেটে খাবারের সন্ধানে লোকালয়ে অজগর

উদ্ধারের পর অবমুক্ত

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার এক নম্বর রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওরের মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর বাড়ির পুকুরপাড় থেকে সাত ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়ে। স্থানীয়রা জানান, বিশাল আকৃতির অজগর সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে আসে। সাপটি দেখতে পেয়ে জনতা থানায় খবর দেন। তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করতে বন বিভাগের মো. আব্দুল মালেকের কাছে সাপটি হস্তান্তর করা হয়।