হিলিতে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হিলি রেল স্টেশনে উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া সব আন্তঃনগর ট্রেনের স্টপেজ, স্টেশন মাস্টার নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছে হিলিবাসী। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ দেড় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। গত রোববার সকালে সোয়া ১০টায় হিলি রেল স্টেশনে হাকিমপুর নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে মানববন্ধনকারী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, হিলি নাগরিক কমিটি, শিক্ষার্থীসহ স্থানীয়রা। এ সময় বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম, নাগরিক কমিটির নেতা এনামুল হক, শিক্ষার্থী মোস্তাকিম হোসেন ও মিল্লাত হোসেন। এতে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনে আটকে যায়। পরে দেড় ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীরা সরে গেলে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ সময় বক্তারা বলেন, হিলি রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধু এসেছিলেন এবং ভাষণ দিয়েছেন তারপরও কেনো এত অবহেলায় এই স্টেশনটি।