ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে ১১ বছরের মা ও কন্যাশিশুর পাশে র‌্যাব

নাটোরে ১১ বছরের মা ও কন্যাশিশুর পাশে র‌্যাব

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির পড়ুয়া ১১ বছরের শিশু মা ও তার কন্যাসন্তানকে র‌্যাব নারী কল্যাণ সমিতির পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন র‌্যাব-৫ রাজশাহী অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। এ সময় তিনি মা ও কন্যা শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গতকাল রোববার দুপুরে গুরুদাসপুর উপজেলার উত্তর নাড়িবাড়ি এলাকায় গিয়ে পরিবারের কাছে এ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ওই শিশু জন্ম দেন একটি কন্যা সন্তান। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান, সহকারী কমান্ডার নুরুল হুদা প্রমুখ। পারিবারিক কলহের কারণে শিশুটির বাবা-মার সংসার ভেঙে যায়। পরবর্তীতে বাবা ও মা অন্যত্রে বিয়ে করে। এরপর থেকে শিশুটি তার চাচা-চাচির কাছে থাকত। এলাকার এক দুঃসম্পর্কের দাদা অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ মাঝেমধ্যে শিশুটিকে নিয়ে তার ভ্যানে বেড়াতে যেত। পরে ৭ মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের মানুষ জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না শিশুটি। তবে প্রস্রব পরীক্ষার পর প্রাথমিকভাবে গর্ভে সন্তান থাকার কথা জানতে পারে পরিবার। পরবর্তীতে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করার মাধ্যমে চিকিৎসক অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়। পরে শিশুটি এ ঘটনা তার পরিবারকে বলে। পরে গত ১৮ জুন শিশুটির দাদি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত