নীলফামারীতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত আখ চাষিরা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার আখ চাষিরা বিপাকে পড়েছেন। আখ বিক্রি করতে গিয়ে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সঠিক মূল্য পেতে হাট-বাজারে আখ বিক্রি করে বেড়াচ্ছেন চাষিরা। নীলফামারী জেলার ছয় উপজেলার মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় ৯৮ হেক্টরের পরই ডোমার ১৩ হেক্টর এবং জেলা সদরে ৪৮ হেক্টর কৃষক জমিতে আখের চাষ করেছেন এবার। ডোমার উপজেলার কেতকি বাড়ি ইউনিয়নের চান্দখানা গ্রামের বারিক শেখ (৫০), শাহিন (৪৮), আতাউর (৬৬), ১০ থেকে ১২ কৃষক সারা বছর কঠোর পরিশ্রম করে এ আখকে বাজারজাতের উপযোগী করে তুলেন। কিন্তু বিক্রি করতে গিয়ে ন্যাজ্য দাম পাচ্ছেন না। গত সোমবার গ্রামটি ঘুরে ঘুরে আখ চাষিদের সাথে কথা হয়। তারা বলেন, একসঙ্গে আখ বিক্রিতে অর্ধেক দামও মেলে না। তাই নিজের ক্ষেত থেকে নিজে আখ কেটে হাটবাজারে ভ্যানে ফেরি করলে দ্বিগুণ লাভ করি। অনেকে আবার খেতের আখ দেখিয়ে খেতে বিক্রি করছেন। তাদের মধ্যে অন্যতম উক্ত গ্রামের আখচাষি দবির মিয়া, কালা মানিক, সলেমান আলী। আবার অনেকে আখের আবাদ করে নিজেরা প্রতিদিন রিকশা ভ্যানে ফেরি করে আখ বিক্রি করছেন। - এমন আখচাষিও সেখানে কম নেই।