ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে প্রশিক্ষণার্থীদের খাবারে কারসাজি!

তিতাসে প্রশিক্ষণার্থীদের খাবারে কারসাজি!

কুমিল্লার তিতাসে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের খাবার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে। গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘সেপ্টেম্বর ও অক্টোবর’ দুই মাসব্যাপী উক্ত কোর্সের উদ্বোধন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ওপর দুই মাস অর্থাৎ ৪৪ কর্মদিবসের প্রশিক্ষণ চলছে উপজেলা পরিষদ ভবনের সামনে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে। প্রতিদিন এখানে ১৯ জন যুবক ও ২১ জন যুবনারী উক্ত প্রশিক্ষণে অংশ নিচেছন। ১০ জনের চারটি গ্রুপ ২ ঘণ্টাব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণের সময় জনপ্রতি নাস্তার বরাদ্দ রয়েছে। প্রতিজনের নাস্তাবাবদ ব্যয় ধরা হয়েছে ১০০ টাকা। কিন্তু এই প্রশিক্ষণার্থীদের মাঝে একটি মিষ্টি, একটি সমোচা, একটি সিঙ্গারা দেয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী একাধিক প্রশিক্ষণার্থী জানান, সকালের প্যাকেট করা নাস্তা বিকালেও দেয়া হয়। খাওয়ার অনুপোযোগী হয়ে পড়ে। বিশেষ করে এই নাস্তার সঙ্গে পানিও দেওয়া হয় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত