ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে নদী খননের ভেকু পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

ধামরাইয়ে নদী খননের ভেকু পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

ঢাকার ধামরাইয়ে বংশী নদী পুনঃখননের কাজে ব্যবহারিত এক্সিলেটর (ভেকু) রাতের আঁধারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারাস্থিত বংশী নদীতে ঘটনাটি ঘটে। সরেজমিন জানা যায়, প্রতিদিনের মতো গতকালও আনোয়ার গংরা সারাদিন মাটি কেটে রাত ৯টা সময় ভরাট নদীর মধ্যখানে ভেকুটি রক্ষিত অবস্থায় রেখে সবাই চলে যায়, পরের দিন সকালে নদীতে গিয়ে দেখতে পাওয়া যায় কে বা কারা ভেকুটিতে আগুনে পুড়িয়ে ফেলে। এ বিষয়ে ভেকুর মালিক আনোয়ার হোসেন বলেন, আমরা দুই মাস ধরে এখানে মাটি কাটছি, ইতিপূর্বে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী এছাক আমাদেরকে কয়েক দফা হুমকি দিয়েছেন, তাই আমি মনে করি উনিই আমার ভেকু পুড়িয়ে দিয়েছে, ভেকুটি পুড়িয়ে দেওয়ায় আমার প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আয়ুব আলী এছাক বলেন নদী খননের কাজটি ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ আমরা তিনজনই ইজারা পেয়েছি, আমরাই আনোয়ারাদের কাছে মাটি বিক্রি করেছি, তাহলে আমি কি করে ভেকু পুড়ালাম, আনোয়ারাদের কাছে আমাদের ১৫ লাখ টাকা বাকি পড়েছে, ইউসুফ সে টাকা তোলার জন্য সে নিজেই পুড়াতে পারে, আর আমার নামে অভিযোগ এটা আমার মাথায় আসে না, আমার ওপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা আমার সাথে ষড়যন্ত্র করা ছাড়া আর কিছুই না। ইজারাদার ইউসুফ আলীর সাথে কথা বলতে চাইলে সে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়ে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত