পরীক্ষা কেন্দ্রে সন্তান প্রসব করলেন পরীক্ষার্থী

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জেলার নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন প্রসবব্যথা ওঠে সুইটি আক্তার (৩০) নামে এক পরীক্ষার্থীর। এ সময় কেন্দ্রের বারান্দাতেই প্রয়োজনীয় নিরাপত্তায় এক কন্যাসন্তানের জন্ম দেন ওই পরীক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে ওই পরীক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই পরীক্ষার্থী ও তার নবজাতককে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান সংশ্লিষ্ট কেন্দ্র সচিব আবুল হাসান মো. এনামুল হক। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত শিশু চিকিৎসক মো. খাইরুল আলম সিদ্দিক রায়হান তাদের পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসক মো. খাইরুল আলম সিদ্দিক রায়হান বলেন, নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চার জন্ম হওয়ায় নবজাতকটি ঝুঁকির মধ্যে রয়েছে। তার ওজন এক কেজি ৬০০ গ্রাম। জানা যায়, সুইটি আক্তার উপজেলার নিবিয়াঘাটা মাদ্রাসার শিক্ষার্থী। তিনি এইবার উপজেলার ঘোষপালা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ইসলামি ইতিহাস পরীক্ষা দিচ্ছিল।