নাটোরে নারী অধিকার নিয়ে সংলাপ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় ডাসকো ফাউন্ডেশনের কার্যালয়ে এ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

তিনি বলেন, আমাদের সন্তানদের খোঁজ-খবর নিতে হবে। তারা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করছে।

আপনার সন্তানকে ভালো-খারাপ আপনার মাধ্যমেই হবে। সন্তানদের খোঁজ নিতে হবে। যাতে তারা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। সেজন্য সমাজের অবক্ষয় রোধে সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, মাদক নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করবেন।