ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত স্বপন রায় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলদিয়ার পাড় ফায়ার সার্ভিস সংলগ্ন পশ্চিমে হিরা লাল রায়ের ছেলে। গত মঙ্গলবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সবুজ পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার গোপালের নির্মাণাধীন ভবনের ছাদে উঠে রং মিস্ত্রির কাজ করছিল। হঠাৎ করেই চলমান বিদ্যুৎ লাইনে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয় স্বপন। সে বিদ্যুতের তারে ঝুলতে থাকে। দেখতে পেয় স্থানীয়রা বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম আহত স্বপনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড়ির মালিক গোপাল ও দেখভালের দায়িত্বে থাকা অরবিন্দুসহ বীরগঞ্জ পল্লী বিদ্যুৎকে দায়ী করেছেন এলাকাসী। জানতে পেরে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত