ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুড়ীতে দৃষ্টিনন্দন তিন ঝরনা

জুড়ীতে দৃষ্টিনন্দন তিন ঝরনা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর পূর্বাঞ্চল ও ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ঘেসে অবস্থিত পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্ট। ভারত-বাংলাদেশের যৌথ এই মিশ্র চির সবুজ বন প্রাকৃতিক নিয়মে সৃষ্ট এক অপরূপ দৃশ্যপট। উঁচু-নিচু সারি সারি টিলার মধ্যে দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা ঝিরিপথ। এর মধ্যে রয়েছে, ছোট-বড় বেশ কয়েকটি ঝরনা। স্থানীয় লোকজন এই ঝরনাগুলোর অবস্থান জানলেও নেই নির্দিষ্ট কোনো নাম। স্থানীয়ভাবে অনেকেই ঝরনাগুলোকে কুরুং, কুন্ড বা ঝেরঝেরি নামে চিনে। এ পাহাড়ের আরেক অংশে রয়েছে দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড। সম্প্রতি পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের জুড়ী উপজেলার লাঠিটিলা বনবিটে তিনটি ঝরনার সন্ধান মিলেছে। স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলম ঝরনাগুলোর সন্ধান পান। পরিবেশকর্মী খোর্শেদ আলম ও গণমাধ্যমকর্মী ওমর ফারুক নাঈম দুজনে মিলে ঝরনাগুলোর নামকরণ করেন। এগুলো হচ্ছে- মায়াবন, মায়াকানন ও সন্ধানী। স্থানীয় পরিবেশকর্মীরা বলেন, জুড়ী উপজেলার লাঠিটিলা বনবিটের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকলেই ঝরনাগুলো পাওয়া যায়। পাথুরে পিচ্ছিল পথ মাড়িয়ে প্রায় ৪৫ মিনিট হাঁটলেই পৌঁছা যায় মায়াবন ঝরনায়। আর মায়াবনের পাশেই অবস্থিত মায়াকানন ঝরনাটি। মায়াবন ও মায়াকানন ঝরনাদ্বয়ের উচ্চতা যথাক্রমে প্রায় ২৫ ফুট ও ৩৫ ফুট। তবে সন্ধানী ঝরনায় পৌঁছা কিছুটা কষ্টসাধ্য বটে। মায়াবন বা মায়াকানন ঝরনা থেকে আরোও ঘণ্টা দুয়েক হাঁটলে দেখা মিলে সন্ধানী ঝরনার। সন্ধানীর উচ্চতা প্রায় ৬০ ফুট। সরেজমিন গিয়ে দেখা যায়, লাঠিটিলা বনবিটের ভেতরে অবস্থিত ঝরনাগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর। মায়াবন ও মায়াকানন ঝরনায় যাওয়া কিছুটা সহজ হলেও সন্ধানী ঝরনায় পৌঁছার পথটা বেশ দুর্গম। তাছাড়া ঝরনাগুলো সংরক্ষিত বন এলাকায় থাকায় পর্যটকরা সহজে যেতে পারেন না বন বিভাগের অনুমতি ছাড়া। পাথারিয়ায় এমন জানা-অজানা আরো অনেক ঝরনা রয়েছে। লাঠিটিলা বিটের রয়েছে ছোট বড় ৮-১০টি ঝরনা। বিষকরম, তিগাঙ্গা, ময়নাছড়া ও হাঁটুভাঙাসহ নাম না জানা আরো বেশ কয়েকটি ঝরনা এবং বড়লেখার অংশে রয়েছে জোড়কুন্ড, সীতাকুন্ড, শুভাকাক্সক্ষীসহ ছোট বড় অনেক ঝরনা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জুড়ীর লাঠিটিলা বনবিটের জানা-অজানা ঝরনা এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত