ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খোলা ময়লার ভাগাড়ে অসহনীয় জনজীবন

খোলা ময়লার ভাগাড়ে অসহনীয় জনজীবন

প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিৃষ্ট ও পরিত্যক্ত জিনিসপত্র। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা শহরের গোসাইপুর আবাসিক এলাকার গেট। পথচারী ও যানবাহন আরোহীরা দুর্গন্ধে নাকাল হয়ে উঠলেও নীরব ভূমিকায় থাকতে দেখা যাচ্ছে, হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষকে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বাসার বাসিন্দা ও দোকানীরা গোসাইপুর গেটের সামনে সারাদিনই পরিত্যক্ত জিনিসপত্র ফেলে যাচ্ছেন। সকালে ও বিকেলে আশপাশের বাসার লোকজন খাবারের উচ্ছিষ্ট ফেলেন। সেখান দিয়ে যাওয়া লোকজনকে নাকে টিপে ধরতে হচ্ছে। তীব্র দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা জানান, পৌরসভার গাড়ি এসে এখান থেকে নিয়মিত ময়লা নেয় না। ফলে ড্রেনটিও ভরাট হয়ে গেছে। বৃষ্টি হলে ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে যায়।

শ্যামলী এলাকার মুদি দোকানী সামছুল আলম জানান, এখানে ময়লা ফেলার জন্য মানা করলেও স্থানীয় বাসিন্দারা সেটি শোনেন না। এ নিয়ে একাধিকবার তাদের সঙ্গে উচ্চবাক্য বিনিময় হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত