ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে সর্বহারা চার পরিবার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগুনে পুড়ে ঘরগুলোর শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় ঘরগুলো ছিল তার ভিটের ওপর শুধু ছাই। এক কোনায় পড়ে আছে আধাপোড়া চাল। রয়েছে গৃহস্থালীর নানান কিছু। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে- ১০, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার বেশ কয়েকটি ঝলসানো নোট। আর অনেক নোট পুড়ে ছাই। পাশের একটি গোয়াল ঘরে চারভাই মিলে লালন-পালন করতেন দেশি-বিদেশি জাতের গরু। সেখানের ২০টি গরু হতাহত হয়েছে। নিজেদের পোড়া ঘরের মধ্যে নির্বাক বসে আছেন চার ভাই সালাম (৫৪), শহীদ (৫৫), হেলাল (৪৮) ও গিয়াস উদ্দিন (৬৫) ও তাদের পরিবার। গত বৃহস্পতিবার মধ্যরাতে পুড়ে গেছে তাদের সংসার। বৃদ্ধ মা ছাড়া ছোট ছোট শিশুদের নিয়ে থাকতেন তারা। এখন কোথায় যাবেন, কি খাবেন দিশা খুঁজে পাচ্ছেন না। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে চার ভাইয়ের বসতঘর ছাড়াও একসঙ্গে লালন-পালন করা ২০টি গরুর মধ্যে ৮টি বিভিন্ন জাতের গরু। বাকিগুলোর অবস্থাও আশঙ্কাজনক। হেলাল মিয়া জানান, সরাদিন কাজকর্ম করে স্ত্রী-সন্তান নিয়ে সকলেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ১২টার দিকে পোড় গন্ধ পেয়ে উঁকি দিয়ে দেখা যায়, পাশের বড় ভাই গিয়াস উদ্দিনের ঘরের এক পাশে আগুন জ্বলছে। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাকি ঘরগুলোতে। তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে লোকজন ছুটে এলে ততক্ষণে আগুনে চারটি বসতঘর পুড়ে যায়। সেই সঙ্গে পাশেই একটি গোয়ালঘরে ছিল চার ভাইয়ের যৌথ উদ্যোগে লালন পালন করা ২০টি গরু।