পরিবেশবান্ধব ধামরাই গড়ার প্রত্যয়ে আলোচনা সভা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে আমেনা নুর ফাউন্ডেশনের উদ্যোগে-পরিচ্ছন্নতা নির্মল ধামরাই চাই- এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবান্ধব ধামরাই গড়ার প্রত্যয়ে কর্মসূচি নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপারা গ্রামে সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, আন্তর্জাতিক ব্যবসায়ী, আমেনা নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আল-জামান (সিআইপি), অনুষ্ঠানে হাজার হাজার যুব সমাজকে নিয়ে পরিচ্ছন্নতা নির্মল ধামরাই চাই, পরিবেশবান্ধব ধামরাই গড়ার প্রত্যয়ে বিভিন্ন জনের পরামর্শ নিয়ে ধামরাইয়ের পরিবেশ কীভাবে সুন্দর করা যায়, কীভাবে অসহায় মানুষের জীবন মানোন্নয়ন করা যায়, এ নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান বলেন, আমি আপনাদের ডেকেছি কারণ আমেনা-নুর ফাউন্ডেশন আপনাদের সংস্থা, আমরা আপনাদের নিয়ে ধামরাই উপজেলাকে একটি সুন্দর পরিচ্ছন্নতা নির্মল পরিবেশবান্ধব উপজেলা গড়ার প্রত্যয় গ্রহণ করতে চাই। আমরা প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিয়মিত করতে চাই, প্রতিটি ইউনিয়নে ২ হাজার করে গাছের চারা রোপণ করতে চাই, প্রতিটি বাজারে ময়লার ডাস্টবিন বসাতে চাই, আপনারা সব যুবসমাজ আমাদের সহযোগিতা করলে, ধামরাই হবে আধুনিক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই আসুন আমরা সবাই অঙ্গীকার করি, আমেনা-নুর ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ নির্মল ধামরাই গড়ি।