ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে গতকাল দুপুরে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য রাখার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণ বাজার উপশম ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩ হাজার ৫০০ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অভিযোগে আসপোদ্দি মায়ের দোয়া বেকারিকে ২ হাজার টাকা, দক্ষিণ বাজার জাহাঙ্গীর ট্রেডার্সকে মেদ উত্তীর্ণ ও মূল্য লেখা না থাকা পণ্য পাওয়ার অপরাধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান শুরু হলে অধিকাংশ ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা গাঢাকা দেয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের পিরোজপুর জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত