ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে প্রশংসা কুড়িয়ে বিদায় নিলেন ওসি সুধীন চন্দ্র

তিতাসে প্রশংসা কুড়িয়ে বিদায় নিলেন ওসি সুধীন চন্দ্র

কুমিল্লার তিতাস থানার অনেক অবকাঠামো উন্নয়ন চিত্রের অবদান রেখে অবশেষে কর্মস্থল ত্যাগ করলেন ওসি সুধীন চন্দ্র দাস। তার দায়িত্ববোধ ও ইচ্ছাশক্তিতে আমুল পরিবর্তনে বদলে গেছে থানার চিত্র। উল্লেখযোগ্য হারে কমেছে মামলার সংখ্যা। জানা যায়, ২০২১ সালের ২৪ এপ্রিল পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সুধীন চন্দ্র দাস তিতাস থানায় যোগদান করেন। যোগদানের মাত্র ৯ দিন পর একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পান। যোগদানের পরপরই জিপি নামক নীরব চাঁদাবাজি ও পুলিশ ক্লিয়ারেন্স সরবরাহে লেনদেন বন্ধ করে দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কড়া হুঁশিয়ারি দেন, যেন থানায় আগত সেবাপ্রত্যাশী কোনো ব্যক্তি হয়রানির শিকার না হন। তিনি তার ব্যক্তি প্রচেষ্টায় থানার মূল ফটক থেকে থানা ভবন এবং থানা ভবন থেকে থানা মসজিদ পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাই করেন। থানা ভবনের চারদিকে আবর্জনার স্তূপ পরিষ্কার করে, সেখানে রোপণ করেন বিভিন্ন জাতের ফল-ফলাদি ও শাকসবজি। একে একে নির্মাণ করেন মিডিয়া সেল ও স্যালুটিং ডায়েস। সেবাপ্রত্যাশীদের জন্য নির্মাণ করেছেন গোলঘর ‘কিছুক্ষণ’। তৈরি করেছেন লাশঘর। লাশ বহনে নতুন পিকআপ ভ্যানের ব্যবস্থাও করেন তিনি। নিজেই পিকআপ ভ্যানের নাম দিয়েছেন ‘পারাপার’। বিশেষ করে উপজেলার ৯টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ‘বিট পুলিশিং’-এর মাধ্যমে পুলিশি সেবা প্রদান করায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত