ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক বছরেও উদ্বোধন হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

এক বছরেও উদ্বোধন হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবন এক বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময়মতো উদ্বোধন না হওয়ায় মাধবপুরে এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, স্থানীয় সরকারের অর্থায়নে মাধবপুর বাজারের ভেতর প্রায় ৪ বছর আগে আড়াই কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সের ৩ তলা ভবনের কাজ শুরু হয়। কাজের শুরুতেই অত্যন্ত ধীরগতিতে কাজ চলে। একাধিকবার সময় বর্ধিত করে প্রায় এক বছর আগে কোনোরকমে নির্মাণ কাজ শেষ করেছেন। বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় বলেন, এক বছর আগে ইচ্ছা করলে ভবনটির উদ্বোধন করা যেত। বর্তমানে মাধবপুর উপজেলার ৪৫০টি মুক্তিযোদ্ধা পরিবার উপজেলা কমপ্লেক্সের ভেতরে ছোট একটি কক্ষের মধ্যে কোনোরকম বসে। নবনির্মিত ভবন উদ্বোধন করা হলে এর নিচে ১২টি দোকান ভাড়া দিয়ে কমপ্লেক্সের একটি আয়ের উৎস সৃষ্টি হতো। ভবন নির্মাণের শুরুতে কাজে অত্যন্ত ধীরগতি দেখা গেছে। কাজের মান নিয়েও বিগত সময়ে অনেক প্রশ্ন দেয়া দিয়েছে। ভবনটি সবার জন্য উন্মুক্ত করে দিলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা ভবনটি কাজে লাগাতে পারত। সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মধু বলেন, নবনির্মিত দৃষ্টিনন্দন ভবনটি দ্রুত উদ্বোধন করতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে ভবনটি উদ্বোধন করা হচ্ছে না। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান বলেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রীকে নিয়ে ভবনটি উদ্বোধন করতে স্থানীয় মুক্তিযোদ্ধারা উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে ভবনটি উদ্বোধন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত