ফেনীতে কবুতর প্রেমীদের মিলনমেলা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনী রেসিং পিজিয়ন ফ্রেন্সেস ক্লাবের (এফআরপিএফসির) পুরস্কার বিতরণ ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা শহরের একটি মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার গ্রহণ করেন প্রতিযোগিতায় বিজয়ীরা। ক্লাবের প্রচার সম্পাদক তারেক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেসিং পিজিয়ন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেসিং পিজিয়ন এন্টারপ্রিনিয়র লিমিটেডের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন, উপদেষ্টা আলা উদ্দিন স্বপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও বাংলাদেশ রেসিং পিজিয়ন এন্টারপ্রিনিয়র লিমিটেডের কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন। আবৃত্তি সংগঠক এমএইচ রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী রেসিং পিজিয়ন ফ্রেন্সেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আহমেদ রুবেল ও অর্থ সম্পাদক এনামুল হাসান নাইম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ফেনী থেকে বাংলাবান্ধা আকাশ পথে ৫০০ কিলোমিটার, ডোমার ৪৩০ কিলোমিটার, বগুড়া ৩০০ কিলোমিটার, যমুনা ২২০ কিলোমিটার, গাজীপুর ১৬০ কিলোমিটার ও মেঘনার ১০০ কিলোমিটার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সারাদেশ থেকে আগত কবুতর প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।