ঈশ্বরদীতে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। মাষকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কৃষক নেতা মুরাদ মালিথাসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে মাষকলাই বীজসহ ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়। দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাষকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।