ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাঁতার শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

সাঁতার শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

সাঁতার শিখতে গিয়ে শেরপুরের মৃগী নদীতে ডুবে এক কিশোর মারা গেছে।

পৌর শহরের মোবারকপুর মহল্লায় গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম জাহিদুল ইসলাম কাজল (১৮)। সে স্থানীয় আব্দুল কুদ্দুস ওরফে খা মিয়ার ছেলে।

নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, জাহিদুল ইসলাম কাজলের ইচ্ছে ছিল সেনাবাহিনীতে চাকরি করার। সম্প্রতি চাকরির বিষয়টি নিশ্চিতও হয়েছিল। কয়েক দিনের মধ্যেই চাকরিতে যোগদানের কথা।

এ জন্য তার সাঁতার শেখা জরুরি ছিল। গতকাল রোববার সকালে কাজল তার বাবার সঙ্গে নদীতে সাঁতার শিখতে যায়। কিন্তু হঠাৎ সে পানিতে তলিয়ে যায়।

তার বাবার চিৎকারে আশপাশের লোকজন এসে নদীতে নেমে সন্ধান চালান। পরে বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া আব্দুল মোতালেব বলেন, কাজল সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। আমরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেছি। মাত্র ছেলেটা চাকরি পেল। এমন নম্রভদ্র ছেলেটার মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, নদীর পানিতে ডুবে কিশোর কাজল মারা গেছে। ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র ছিলেন। মাত্র চাকরিও পেয়েছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত