ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিগুণেরও বেশি আম রপ্তানিতে লাভবান চাষিরা

দ্বিগুণেরও বেশি আম রপ্তানিতে লাভবান চাষিরা

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৭৬ মেট্রিক টনের বেশি আম রপ্তানি হয়েছে। এর ফলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বছর সবচেয়ে বেশি আম বিদেশে রপ্তানি রয়েছে। খিরসাপাত আম রপ্তানি হয়েছে ৫৩ দশমিক ৪ মেট্রিক টন, ল্যাংড়া ১৩ দশমিক ৫, হাঁড়িভাঙা ৩১ দশমিক ৬০, বোম্বাই এক মেট্রিক টন, আম্রপালি ১৩৮ দশমিক ৬০, কহিতুর ০ দশমিক ৫, লক্ষণভোগ ০ দশমিক ৫, বারি-৪ ৮ দশমিক ৫, ফজলি ৪৫ মেট্রিক টন, ব্যানানা ৭ মেট্রিক টন, গৌড়মতি ২৯ দশমিক ৯, কার্টিমন ৪৬ দশমিক ৫ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার বলেন, গত বছরের তুলনায় এবার আম রপ্তানি বেড়েছে। আশা করছি আমরা বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে পারছি। আরো বেশি বিদেশে আম রপ্তানির দ্বার খুলতে হবে। তাহলে চাষিরা লাভবান হবে। আমরা সেভাবেই কাজ করছি। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বছর আম রপ্তানি হয়েছিল ১৩২ মেট্রিক টন। আর এবার হয়েছে ৩৭৬ মেট্রিক টন। সে হিসাবে গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি আম রপ্তানি হয়েছে। আশা করছি আগামী বছর আরো বেশি আম রপ্তানি হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম বাগান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত