ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধবপুরে মশার উপদ্রব অতিষ্ঠ জনজীবন

মাধবপুরে মশার উপদ্রব অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্বত্র মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্ষার শেষে শরতের আগমন ঘটলেও মশার উপদ্রব বেড়েই চলছে। ফলে ডেঙ্গুসহ ম্যালেরিয়া ও পাইলেরিয়ার মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রকাশ, উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, ছাতিয়াইন ও বাঘাসুরা, মাধবপুর পৌর এলাকাসহ সর্বত্রই মশার উপদ্রব। সাধারণ কয়েলে মশা এখন আর তেমন দমন হয় না। মশা দমনে দামি কয়েল, স্প্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে হচ্ছে। কিন্তু দরিদ্র সাধারণ মানুষের পক্ষে তা জোগাড় কষ্ট সাধ্য। তার উপর চলছে দফায় দফায় লোডশোডিং। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আবু সালাম নামে একজন দিনমজুর বলেন, ইউনিয়নগুলোতে মশা নিধন কর্মসূচি কই? বর্তমান সময়ে মশার জ্বালায় জনজীবন অতিষ্ঠ। দেখার কি কেউ নেই? মশার জ্বালায় ঘুম আসে না। শহর বন্দরে তো মশা নিধন কর্মসূচি করা হয়। আমাদের ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক এমন কর্মসূচি কি অতীব জরুরি নয়? ইউনিয়ন পরিষদের কার্যকম কোথায়? সাধারণ মানুষের ভোগান্তি কি সমাজ সেবকদের চোখের পলকে নেই? তারা কি এই উদ্বেগ নিতে প্রস্তুত নন। মশক নিধন কর্মসূচি গ্রহণ করে অতিলম্বে ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক মশার স্প্রে ওষুধ প্রয়োগ কর্মসূচি গ্রহণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত