ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ধামরাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কবিতা আবৃতির মাধ্যমে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ করেন। এরপর উপজেলা অডিটোরিয়াম হল রোমে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে উপজেলা চত্বরে দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি মো. আমিনুল ইসলাম বুলবুল-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসেবে স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করেন, ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, স্থানীয় সরকার হল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা, সিটি কর্পোরেশন ও পৌরসভা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠন করা হয়েছে। সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ধামরাই উপজেলায় (এলজিইডি) প্রকৌশলী অধীনে গত ৫ বছরে ৪০০ কোটি টাকার কাজ শেষ হয়েছে আরো ৩০০ কোটি টাকার কাজ চলমান। তাহলে আপনারা বুঝতেই পারছেন ধামরাইতে কি পরিমাণ উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্টভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সালেহ হাসান প্রমানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম। এছাড়াও পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত