ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালকের মৃত্যু : গ্রেপ্তার তিন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালকের মৃত্যু : গ্রেপ্তার তিন

রামগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির মোক্তার হোসেনের ছেলে আলভী দেওয়ান হৃদয়, চাটখিল উপজেলার সুন্দরপুর বড় বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে মো. সুজন ও নোয়াখালীর চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের আলী আজগরের ছেলে বেলাল হোসেন। অটোরিকশা চালক মো. রিপন হোসেন পৌর কাজীরখীল গ্রামের মনির উদ্দিন বেপারিবাড়ি আবদুল কাদেরের ছেলে ও পাঁচ সন্তানের জনক। রামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ৪টায় রামগঞ্জ বাস টার্মিনাল থেকে অজ্ঞাত একজন যাত্রী পৌর জগৎপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রামগঞ্জ পৌর এলাকার কাজীরখীল গ্রামের মো. রিপন হোসেনের অটোরিকশাটি ভাড়া করে। রাত প্রায় ৪টায় অজ্ঞাত যাত্রীকে নিয়ে রিকশাচালক মো. রিপন হোসেন আঙ্গারপাড়াস্থ রজব আলী মেম্বারবাড়ি এলাকায় গেলে আরো দুইজন যাত্রী এসে বসে। কিছুক্ষণ পরেই অটোরিকশা চালক মো. রিপন কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতযাত্রীরা তার চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বিভিন্নভাবে ছিনতাইকারীদের হাত থেকে অটোরিকশাটি রক্ষা করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে চালকের বুকে ও পেটে এলোপাতাড়ি চুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রামগঞ্জ ও রায়পুর থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ সাদি জানান, ঘটনার পরপরই রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ও সহকারী পরিদর্শক কাউসারেজ্জামান তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আলভী দেওয়ান হৃদয় নামের একজনকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে সহযোগী দুইজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত