ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৪২ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টার আগে তারা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা ফারুক (৩৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা মতিউর (৫৫)। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে ১১০ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ২৭ জন ও ঝালকাঠিতে ১২ জন। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪০ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ১৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। এছাড়া বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। এর মধ্যে বরিশালে ৫৪ জন, ভোলায় আটজন, বরগুনায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন ও পটুয়াখালীতে পাঁচজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত