ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় স্থানীয় সরকার দিবসে উপকারভোগীদের সভা

জাতীয় স্থানীয় সরকার দিবসে উপকারভোগীদের সভা

ঢাকার ধামরাই পৌর প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষ্যে পৌরসভার ১৪৬০ জন উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ধামরাই পৌরভবনের সামনে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে পৌরসভার ১ হাজার ৪৬০ জন উপকারভোগী নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ এমপি।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, আপনারা এখনে যারা উপস্থিত হয়েছেন, আজ থেকে ১৫ বছর আগে কেউ কি চিন্তা করেছিলেন এমন ভাতা পাওয়ার? বর্তমানে আপনারা যারা বিভিন্ন ভাতাসহ সরকারের উপকার পাচ্ছেন, তাদের কথাগুলো শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চিন্তা করেছেন। পৌরসভা স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠন করেছে, সেই স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতায় ধামরাই উপজেলায় (এলজিইডি) প্রকৌশলী অধীনে গত ৫ বছরে ৪০০ কোটি টাকার কাজ শেষ হয়েছে আরো ৩০০ কোটি টাকার কাজ চলমান। তাহলে আপনারা বুঝতেই পারছেন ধামরাইয়ে কী পরিমাণ উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্টভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শফিক আনোয়ার গুলশান, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান খালেদ মাসুদ খাঁন লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিমায়েত কবির মতিনসহ পৌরসভার সব কাউন্সিলর ও পৌরসভার সব নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত