ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিস্টুলামুক্ত মাতৃত্ব নিশ্চিতকরণে সভা

ফিস্টুলামুক্ত মাতৃত্ব নিশ্চিতকরণে সভা

‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’- এই স্লোগানের আলোকে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের নিয়ে মহিলাদের ফিস্টুলাবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে ও ল্যাম্ব ফিল্ড কো-অর্ডিনেটর মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান। ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি। অবহিতকরণ সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। ফিস্টুলাজনিত রোগ কী এবং এই রোগ হওয়ার কারণ কী? এসব বিষয়ে অবহিত করেন ডা. কামরুল ইসলাম। তিনি বলেন, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাই দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো, তলপেট, জরায়ু কিংবা অন্য কোনো অপারেশনেই ফিস্টুলা হওয়ার কারণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত