বার্ষিক কর্মসম্পাদনে বেস্ট অ্যাওয়ার্ড পেলেন ডা. রায়হান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও মূল্যায়নে প্রথম হওয়ায় বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান পিএএ বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন। গত সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ‘উন্নয়ন সমৃদ্ধির স্মার্ট লাইভ স্টক’ সেমিনার এবং এপিএ মূল্যায়ন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী-২০২৩ ক্যাটাগরিতে ৪২টি সূচকের বিপরীতে সামগ্রিক মূল্যায়নে রাজশাহী বিভাগের আটটি জেলার ৬৭টি উপজেলার মধ্যে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-১ম স্থান অর্জন করেন তিনি।

ইতিপূর্বেও জনবান্ধব ওই কর্মকর্তা রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জনপ্রশাসন পদক (গোল্ড মেডেল), প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক (গোল্ড মেডেল), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অধিকার করে রেক্টর্স (গোল্ড মেডেল), দীপ্ত টেলিভিশন মিডিয়া অ্যাওয়ার্ড ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা অ্যাওয়ার্ড অর্জন করেন।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু। অ্যাওয়ার্ড লাভের পর এক প্রতিক্রিয়ায় ডা. মো. রায়হান পিএএ বলেন, এই সম্মাননা টুকু ব্যক্তিগতভাবে আমার নয়! নেপথ্যে থাকা টিম প্রাণিসম্পদ শেরপুরের নিরলস পরিশ্রমের ফসল বলে মন্তব্য করেন।