ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

সারিয়াকান্দিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ব্র্যাক কর্তৃক মানবিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে প্লেট, গামলা, বাটি, ঢাকনা, করাই, গ্যাস, চামচ, বালতি, পানির ট্যাংকি, পানির পট প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কামালপুর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল, ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সানজিদা মোস্তফা, জি জে ডি তাছলিমা খাতুন, এইচআর ডিভিশন নূরে নার্গিছ, অপারেশন ম্যানেজার বিএলডি জাহাঙ্গীর আলম, ডিআর এম কর্মসূচির রেদওয়ানুজ্জামান চৌধুরী, সারিয়াকান্দি এরিয়া ম্যানেজার (দাবি) হায়দার আলী, এরিয়া ম্যানেজার (প্রগতি) জেএম রাকিব হাসান, এরিয়া ম্যানেজার (বিএইচপি) প্রদীপ কুমার দাস, বিএইচপি গোলাম মোস্তফা, কুতুবপুর শাখা ব্যবস্থাপক পরিমল কুমার বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত