কুয়াকাটায় ৭০ শতাংশ হোটেল অগ্রিম বুকিং

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরে দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সবমিলিয়ে মোট ৩ দিনের ছুটি পেয়ে ভ্রমণপিপাসুরা কুয়াকাটায় হোটেল-মোটেলে অগ্রিম বুকিং করছেন। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় কুয়াকাটা নিয়ে পর্যটকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। গতকাল পর্যন্ত কুয়াকাটার হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ রুম এরই মধ্যে বুকিং হয়েছে। হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব বলেন, ২৮ ও ২৯ তারিখ দুদিনের জন্য ৯০ শতাংশ এবং ৩০ তারিখের ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনো প্রায় ৮ দিন বাকি আশা করি, এরই মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম জানান, ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটায় থাকা প্রথমশ্রেণির হোটেলগুলো এরই মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এবং এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে প্রায় ৫০ শতাংশ কক্ষ এরই মধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। আগামী শীত মৌসুমে অনেক পর্যটক কুয়াকাটা আসবে তার একটি পূর্ব লক্ষণ বলা যেতে পারে। তবে সব কিছুই পদ্মা সেতু এবং নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থার সুফল। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টির বেশি হোটেল রয়েছে। যার ধারণক্ষমতা ১৫ থেকে ২০ হাজার; কিন্তু ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটকের আগমনে অনেক পর্যটক পাশের বাসাবাড়ি, গাড়ির ভেতরে রাত্রিযাপন করেন। আবার অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে নিজ গন্তব্যেও ফিরে যান।