ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

মানিকগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

মানিকগঞ্জে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। আর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন একজন। গতকাল বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮০৩ জন। আর হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩১ জন। এর মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৯, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ও হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে কেউ কেউ বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৬২ জন। এদিকে, ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০০ শয্যার ডেঙ্গু ইউনিট করা হয়েছে। হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় ৬০টি এবং পুরাতন ভবনের দোতলায় ৪০টি শয্যা নিয়ে ডেঙ্গু ইউনিট। তবে শয্যায় সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কাজী একেএম রাসেল বলেন, হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। আমাদের ১০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড রোগীতে ভরে গেছে। শয্যা কম থাকায় অনেক রোগীকে মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই। দায়িত্বরত ডাক্তার ও নার্সরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত