দিনাজপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধ রাস্তার উপর প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষের। আর এই কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে এবার রাস্তায় নেমেছে দিনাজপুর শহরের মালদহপট্টির ব্যবসায়ীরা। গতকাল সকাল ১১টায় শহরের ব্যস্ততম মালদহপট্টি সাধনার মোড়ের রাস্তায় ব্যারিকেড দেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় জলাবদ্ধতার পানিতে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে দুপুর সাড়ে ১২টায় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেন ব্যবসায়ীরা। কসমেটিক ব্যবসায়ী আমির হোসেন বলেন, মালদহপট্টি সাধনার মোড় থেকে বাঞ্চারাম ব্রিজের দূরত্ব মাত্র দুইগজ। এর আগে বৃষ্টি হলে ড্রেনব্যবস্থা ভালো থাকায় পানি দ্রুত নেমে যেত। কিন্তু এই রাস্তাটি সংস্কারের কাজ শুরুর পর থেকে ড্রেনেজব্যবস্থা বন্ধ হয়ে গেছে। একদিন বৃষ্টি হলে পুরো সপ্তাহ এই রাস্তায় পানি আটকে থাকে। আর এই জলাবদ্ধতায় যানবাহন চলাচলের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ১০টির বেশি দুর্ঘটনার ঘটেছে। অনেক মোটরসাইকেলের চালক ও আরোহী পানিতে পড়ে গিয়েছেন। বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পর কোনো কাজ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছি। ট্রেইলার্স ব্যবসায়ী বিমল রায় বলেন, স্থানীয় কাউন্সিলরসহ পৌর কর্তৃপক্ষের লোকজনও এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু তারা এই রাস্তার জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। ক্রেতারা এই রাস্তায় আসতে চান না। হাঁটু পানিতে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে। অনেক মহিলা গাড়ি থেকে রাস্তার জলাবদ্ধতার পানিতে পড়ে গেছেন। এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ বলেন, জলাবদ্ধতার নিরসনের জন্য আজ শুক্রবার সকাল থেকে পৌরসভার শ্রমিকরা কাজ করবে। খুব শিগগিরই জলাবদ্ধতা নিরসন হবে। প্রয়োজনে গর্ত হওয়া জায়গাগুলোতে খোয়া ফেলে ভরাট করা হবে।