ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে ভোক্তা অধিকারের মতবিনিময়

নীলফামারীতে ভোক্তা অধিকারের মতবিনিময়

আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, কোল্ড স্টোর মালিক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। গতকাল সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর। স্বাগত বক্তব্য দেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট এসএম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মুক্তা হিমাগারের এমডি সৈয়দ আলী, ক্যাব সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, ব্যবসায়ী প্রতিনিধি লুৎফর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে বাজারে যে আলু রয়েছে তা দিয়ে অনায়াসে কয়েকমাস কেটে যাবে এবং নতুন আলু ঢুকে যাবে; কিন্তু অদৃশ্য সিন্ডিকেটের কারণে আলুর দাম বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত